কুবি’র ফিজিক্স ক্লাবের নেতৃত্বে ওয়াফি-ইব্রাহিম

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ , মার্চ ১, ২০২৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী সংগঠন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফিজিক্স ক্লাব’ এর কার্যকরি কমিটি নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) তিনজন নির্বাচন কমিশনারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়।

নতুন এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন স্নাতকোত্তর ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মদ ওয়াফিউল কাউনাইন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন স্নাতক ২০১৭-১৮ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ইব্রাহিম খলিল।

এছাড়াও কমিটিতে অন্যান্যরা হলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক-১ আরাফ ভূঁইয়া, যুগ্ম-সাধারন সম্পাদক-২ হৃদয় হাসান, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ নয়ন, কোষাধ্যক্ষ মো: রিয়াজ হোসেন, প্রচার সম্পাদক মো: তানভীর কবির ফাহিম।

নব-নির্বাচিত সহ-সভাপতি মুহাম্মদ ওয়াফিউল কাউনাইন বলেন, শিক্ষার্থীদের পড়াশোনা, বিজ্ঞান চর্চা থেকে শুরু করে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিটা ক্ষেত্রেই মেধা বিকাশের উপকূল পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করবো। এছাড়াও বিভাগকে এগিয়ে নিতে সবসময় সচেষ্ট থাকবো।

Loading