পটিয়ায় কিশোর গ্যাং মুক্ত এবং রাতে গরু বোঝায় গাড়ি চলাচল বন্ধ

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ , ফেব্রুয়ারি ৭, ২০২৩

চট্রগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ্ বিপিএম’য়ের কঠিন হুশিয়ারি ।পটিয়ায় কিশোর গ্যাং মুক্ত এবং রাতে  পটিয়ার অভ্যন্তরে গরু বোঝায় গাড়ি বন্ধ। চট্টগ্রাম পটিয়া উপজেলায় সোমবার               ৬ (ফেরুয়ারি) দুপুরে পটিয়া থানা পুলিশের উদ্যোগে আয়োজিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্রগ্রাম জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বলেছেন বর্তমান সরকার বিশ্বময় চলমান অস্থিরতার মধ্যে ও বাংলাদেশকে সবক্ষেত্রে স্থিতিশীল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে নিরলস কাজ করে যাচ্ছে। যার ফলশ্রুতিতে বিশ্ব ব্যাংক ও আইএমএফ পাকিস্থানকে না বললে ও বাংলাদেশকে হাজার হাজার কোটি ডলার ঋন দিয়ে দিচ্ছে। উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে আইন শৃঙ্খলা। তিনি পটিয়ায় সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাং ইয়াবা ও রোহিঙ্গার উৎপাত বৃদ্ধির বিরুদ্ধে পুলিশের কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়ে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে পটিয়া পৌরসভাকে কিশোর গ্যাং ও মাদকমুক্ত করা হবে। এবং রাতে পটিয়া পৌরসভার অবান্তরে গরুর গাড়ি চলাচল বন্ধ করতে হবে। তিনি বলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা,সংশ্লিষ্ট কাউন্সিলর ও পৌর মেয়রকে সহযোগিতা করতে হবে। নীরিহ মানুষ যাতে হয়রানীর শিকার না হয় সেদিকে নজর রেখে প্রকৃত অপরাধী ও কিশোর গ্যাং এ যুক্তদের তালিকা জমা দেওয়ার আহবান জানান। তিনি কিশোর গ্যাং এর সাখে যুক্তদের চরিত্র ও মাথার চুল এবং সব ধরনের অঙ্গবঙ্গি পরিবর্তন করতে আহবান জানান। অন্যাতায় তাদের কে ধরে আইনের আওতায় আনা হবে বলে হুশিয়ার প্রদান করেন।

থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকম সামশুজ্জমান চৌধুরী, জেলা পরিষদ সদস্য কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক দেবব্রত দাশ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ তিমির বরণ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য বিজন চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, চেয়ারম্যান সরোজ সেন নান্টু কাউন্সিলর গোফরান রানা, দোকান মালিক সমিতির সভাপতি হাজী এম এ ইউসুফ, সাংবাদিক আবেদুজ্জমান আমিরী, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওসি তদন্ত রাশেদুল ইসলাম। পুলিশ সুপার আরো বলেন আগামী রোববার থেকে পটিয়ায় রেজিষ্ট্রেশন বিহীন কোন মোটর সাইকেল চলাচল করতে পারবে না। যদি রেজিষ্ট্রেশন ও হেলমেট থাকে তাহলে অপরাধী সনাক্ত করা সহজ হবে। তিনি রমজানে সিন্ডিকেট করে দ্রব্য মূল্য বৃদ্ধির অপচেষ্টা করা হলে ব্যবস্থা নেওয়া হবে বলে তথ্য প্রকাশ করে বলেন ২০২৩ সালের অর্থনৈতিক খারাপ অবস্থা হয়তো আর থাকবে না। আমরা আশাবাদী ২০২৪ সালে দেশের অর্থনীতিে ভালো হবে। গরু চুরিরোধে ৮টি চেকপোষ্টকে সচল রাখা হবে। পটিয়ার মধ্যে রাতে কোন গরুর গাড়ী চলাচল করতে দেওয়া হবে না। তিনি পটিয়ার পূর্বাঞ্চলে পাহাড়ি সন্ত্রাসী দমনে
গোপন লিষ্ট নিয়ে স্পেশাল অভিযান। ও পৌর সদর কে রোহিঙগা মুক্ত করতে ৩ মাসের মধ্যে ভাড়াটিয়া তালিকা করার ও ঘোষনা দেন।

Loading