কুবিতে প্রথমবারের মতো নবাগতরা পাবে বুকলেট

প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ , জানুয়ারি ২৩, ২০২৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের শিক্ষার্থীরা প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় থেকে বুকলেট পাচ্ছেন। আগামী সোমবার (২৩ জানুয়ারি) প্রথমবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের সময় বিভাগ থেকে এই বুকলেট দেয়া হবে।

এই বুকলেটের মাধ্যমে শিক্ষার্থীরা এক্সাম রুলস, প্রক্টরিয়াল রুলস, সেক্সুয়াল হ্যারেসমেন্ট রুলস, লাইব্রেরি রুলস ও একাডেমিক ক্যালেন্ডার সম্পর্কে ধারণা পাবে।

বিশ্ববিদ্যালয়ে নবীনবরণে এমন নতুন উদ্যোগ নিয়ে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘এই প্রথম আমরা বিশ্ববিদ্যালয় থেকে নতুন শিক্ষার্থীদের জন্য বুকলেটের ব্যবস্থা করেছি। নবাগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়ম-নীতি সম্পর্কে অবহিত করার উদ্দেশ্যেই এমন উদ্যোগ নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘অনেক সময়ই এসব নিয়ম-নীতি সম্পর্কে অবহিত না থাকার দরুণ শিক্ষার্থীরা অনিচ্ছাকৃত ভাবেই বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা বিরোধী কাজে জড়িয়ে পড়ে যা তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটায়। আমি বিশ্বাস করি এই বুকলেট এর মাধ্যমে তারা যখন নিয়ম-নীতি সম্পর্কে অবহিত হবে তখন এধরনের পরিস্থিতির বিষয়ে তারা আরও বেশি সচেতন হতে পারবে। আমরা শিক্ষার্থীদের জন্য এই বিশ্ববিদ্যালয়কে শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব করে গড়ে তুলতে বদ্ধপরিকর।’

Loading