পটিয়া উপজেলা প্রশাসন কর্তৃক শান্তিরহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১:৩২ পূর্বাহ্ণ , জানুয়ারি ১২, ২০২৩

চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাটে ১১ জানুয়ারি (বুধবার) চট্টগ্রাম-কক্সবাজার মহা সড়কের রাস্তার দুপাশে সড়ক ও ফুটপাতে দখল করা অবৈধ স্থাপনায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুল মামুন। সড়কের পাশে ফুটপাত থেকে বেশকিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার, পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ইনচার্জ হিমাংশু বিকাশ চৌধুরী, সড়ক বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়রাম্যান জাকিরিয়া ডালিম সহ চলাচলকারী জনসাধারণ।
এ সময় মোবাইল কোর্টে দুইজন অবৈধ দখলকারীকে ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় ।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুল মামুন বলেন এ অভিযান আগামীতে অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে বলেন, সরকারি জায়গায় অবৈধ স্থাপনা নির্মান আইনগত দণ্ডনীয় অপরাধ। অবৈধ দখলকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

Loading