রামগড়ে অনেক সাফল্য ইউএনও আরাফাতের কর্মকালীন ১১মাসে

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ , ডিসেম্বর ২৬, ২০২২

চট্টগ্রামের বাঁশখালীর বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত খাগড়াছড়ির রামগড়ে উপজেলা নির্বাহি অফিসার হিসেবে যোগদানের মাত্র ১১ মাসে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়াসহ জনগুরুত্বর্পূণ অনেক সরকারি উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নে পুরো উপজেলায় সাড়া জাগিয়েছেন। প্রাথমিক শিক্ষায় বিশেষ কৃতিত্বের জন্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ থেকে পেয়েছেন জেলার শ্রেষ্ঠ ইউএনও র সম্মাননা । গত ৮ ফেব্রুয়ারি রামগড়ে উপজেলা নির্বাহি অফিসার হিসেবে যোগদানের পর অল্পদিনের মধ্যেই একজন সৎ, দক্ষ, নির্ভিক ও মেধাবী অফিসার হিসেবে পরিচিতি লাভ করেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৩তম ব্যাচের এ কর্মকর্তা । উপজেলার পাতাছড়া ইউনিয়নের প্রত্যন্ত ও মাধ্যমিক স্কুলবিহীন এলাকা কলাবাড়িতে তার একান্ত প্রচেষ্টা ও উদ্যোগে প্রতিষ্ঠা করা হয় একটি হাইস্কুল। একই ইউনিয়নের অত্যন্ত র্দুগম এলাকা বালুখালিতে করোনাকালীন বন্ধ হয়ে যাওয়া বালুখালি উচ্চ বিদ্যালয়টি পুন:চালুর উদ্যোগ নেন তিনি।নানা সমস্যায় আটকে থাকা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজও খুব শীঘ্রই শুরু হবে। শত বছরের ঐতিহ্যবাহি ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এসডিও বাংলোটি সংরক্ষণ ও উন্নয়নের উদ্যোগ নিয়ে কাজ শুরু করেন তিনি। এছাড়া প্রাচীন এ স্থাপনা দেখতে আসা পযটক ও তাদের শিশুদের বিশেষ বিনোদনের জন্য এসডিও বাংলো প্রাঙ্গনে মনোমুগ্ধকর পার্ক ও কিডস জোন প্রতিষ্ঠার কাজও চলছে। র্দীঘদিন বন্ধ থাকা ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত রামগড় গণ পাঠাগার ভবনের সংস্কারকাজ করার পর তার উদ্যোগে পাঠাগারটি পুন:চালু করা হয়। মহিলা ক্লাবের উন্নয়ন ও ক্লাব প্রাঙ্গনে বঙ্গমাতার ম্যুরাল ও উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর দৃস্টিনন্দন ম্যুরাল নির্মাণ করা হয় তার উদ্যোগে। প্রায় ৬ কোটি টাকার উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন এবং প্রায় দেড় কোটি টাকার উপজেলা নির্বাহি অফিসারের দৃষ্টিনন্দন বাসভবনের নির্মাণ কাজও চলছে। উপজেলা মিলনায়তন, ইউএনও অফিসকক্ষ ও উপজেলা চেয়ারম্যান অফিস আধুনিকায়ন ও দৃষ্টিনন্দনভাবে উন্নয়ন করা হয়। র্দীঘদিন ধরে নিষ্ক্রীয় থাকা ক্রীড়াঙ্গন প্রাণ ফিরে পায় তার উদ্যোগে। তার উদ্যোগে অত্যন্ত জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয় শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। তার দক্ষ ব্যবস্থাপনায় সদ্য অনুষ্ঠিত জেলা পর্যায়ের প্রমিলা ফুটবল টুর্নামেন্টে রামগড় উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অজন করে। শেখ রসেল মিনি স্টেডিয়াম র্নিমাণের জন্য প্রায় ৩ একর ভূমি অধিগ্রহণের কাযক্রমও চলছে। এছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ আশ্রয়ণ প্রকল্পও তার সক্রিয় তদারকিতে সফলতায় বাস্তবায়ন হচ্ছে। এদিকে, তার উদ্যোগে উপজেলায় আরও দুটি নতুন ইউনিয়ন পুন:গঠনের কাজও চলছে। মাত্র ১১ মাসের কর্মকালে ইউএনও ইখতিয়ার উদ্দীন আরাফাতের এ ব্যাপক সফল কর্মকান্ডে পুরো উপজেলায় সব মহলে বেশ প্রশংসিত হয়েছে। রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি বলেন, দক্ষতা ও আন্তরিকতাই অল্প কর্মকালে তার এত সফলতা। রামগড় পৌরসভার মেয়র মো: রফিকুল আলম কামাল বলেন, রামগড়কে নিজ এলাকার মত ভালবেসেছেন বিধায় এত কাজ করতে পেরেছেন। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম বলেন, অল্প সময়ের মধ্যে পাতাছড়ার প্রত্যন্ত এলাকার দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের শিক্ষার সুযোগ সৃস্টির জন্য একটি নতুন হাইস্কুল প্রতিষ্ঠা ও আরেকটি হাইস্কুল পুন: চালুর তার উদ্যোগ এ ইউনিয়নের বাসিন্দারা আজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে। উপজেলা র্নিবাহি অফিসার খোন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরাফাত বলেন, ‘মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় অবদান রাখা রামগড় আমার কাছে শ্রদ্ধার স্থান। এখানকার রাজনৈতিক, সামাজিক ব্যক্তি, জনপ্রতিনিধিসহ সকল মহলের আন্তরিক সহযোগিতা ও ভালবাসা ছিল বলে কিছু কাজ করতে পেরেছি।’
এদিকে, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করা রামগড় উপজেলা নির্বাহি অফিসার খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত এবং চট্টগ্রাম সড়ক ও জনপদ অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত তাঁর সহধর্মিণী তাহসিনা বিনতে ইসলাম জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া এওর্য়াডস স্কলারশীপের আওতায় বিশ্ব বিখ্যাত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ শিক্ষালাভের জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন।

Loading