বশেমুরবিপ্রবিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ , ডিসেম্বর ২২, ২০২২

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি)অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কমিটি কর্তৃক আয়োজিত উদ্যোগে ‘‘অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে স্টক হোল্ডারগণের সমন্বয়ে অবহিতকরণ সভা’’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ২২ ডিসেম্বর) সকাল ১০ টায় একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ.কিউ.এম. মাহবুব। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বশেমুরবিপ্রবি প্রক্টর ও অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কমিটির আহবায়ক ড. মোঃ কামরুজ্জামান
সঞ্চালক,ফাহাদুল ইসলাম,ফোকাল পয়েন্ট,অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কমিটি,রেজিস্টার, প্রকৌশলী, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগে শিক্ষক শিক্ষার্থী ও সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা সঞ্চালনা করেন ফাহাদুল ইসলাম ফোকাল পয়েন্ট, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কমিটি। আলোচনা সভায় বক্তারা অভিযোগ প্রতিকারে বিভিন্ন গ্রহণযোগ্য পদক্ষেপ এবং সকলের সহায়তার বিষয়ে তুলে ধরেন।

Loading