খাগড়াছড়ির রামগড় সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী ও ঔষধ আটক

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ , ডিসেম্বর ১৮, ২০২২

খাগড়াছড়ির রামগড়ে পৃথক দুটি অভিযানে সাড়ে ৪১ লাখ টাকার ভারতীয় শাড়ী ও ঔষধ জব্দ করেছে ৪৩ বিজিবি।
শনিবার (১৭ ডিসেম্বর)গভীর রাতে মাটিরাংগা থানার বাঙালীপাড়া ও বাগান বাজারের রুহুল আমিনের চর থেকে এগুলো জব্দ করা হয়।

বিজিবি সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল সীমান্তে ওত পেতে থেকে চোরাকারবারিদের ধরার চেষ্টা চালায় , বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়।সীমান্তে পরিত্যক্ত অবস্থায় বিজিবি মালামাল গুলো উদ্ধার করে।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান জানান, জব্দকৃত শাড়ির মূল্য ২৭ লাখ ৯৫ হাজার টাকা এবং ওষুধের মূল্য ১৩ লাখ ৪৯ হাজার ২৬৬ টাকা। জব্দকৃত শাড়ী ও ওষুধ স্ব-স্ব থানায় জিডি করে সীতাকুণ্ড কাস্টমসে জমা করা হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালানসহ সীমান্ত অপরাধ রুখতে বিজিবি’র চলমান অভিযান অব্যাহত থাকবে।

Loading