নতুন ঘূর্ণিঝড়ের শঙ্কা

প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ণ , ডিসেম্বর ১১, ২০২২

ঘূর্ণিঝড় ‘মানদৌসের’ প্রভাব না কাটতেই নতুন করে আরেকটি ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কার কথা জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস।

শনিবার (১০ ডিসেম্বর) রাতে আনন্দবাজার পক্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, দক্ষিণ আন্দামান সাগরে নতুন একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভবনা রয়েছে। ঘূর্ণিঝড়টি যদি তৈরি হয়, তাহলে এটি কতটা শক্তিশালী হবে তা এখনও বলা যাচ্ছে না। তবে, ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে আগামী সপ্তাহে আঘাত হানতে পারে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ১৩ ডিসেম্বর দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়।

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মানদৌস’ শুক্রবার (৯ ডিসেম্বর) গভীর রাতে ভারতের তামিলনাড়ুতে আছড়ে পড়েছে। এতে ওই রাজ্যে এখন পর্যন্ত চারজনের মৃত্যু খবর পাওয়া গেছে।

Loading