বিশ্বকাপ উন্মাদনা -২০২২ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ , নভেম্বর ২৮, ২০২২ মো. আলী আশরাফ মোল্লা বিশ্বকাপ নিয়ে আমাদের এতো মাতামাতি সাজে না কোনমতেই কিংবা কোনভাবেই বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ খেলবে কবে কেউ কি জানো বা কেউ কি বলতে পারো আমাকে! খেলা তো খেলাই নিছক বিনোদন কিংবা আনন্দ তার সাথে মারামারি কিংবা মনোমালিন্য কেন? ব্রাজিল বা আর্জেন্টিনার সার্পোটার আছি যত আমি প্রায় নিশ্চিত সেই দেশেই সার্পোটারও নেই তত। খেলার চিরন্তন সত্য একদল জিতবে অন্য দল হারবে তা মেনে নিয়েই তো আমাদের খেলা দেখতে হবে প্রিয় দল হারলে পরে ভাঙচুর করা যাবে না তবে হার জিত খেলারই অংশ তাই মেনে নিতে হবে সবে। বিশ্বকাপ উপলক্ষে বাঙালিরা পতাকা উড়িয়েছে যত প্রায় অনেক দেশের জনসংখ্যা ও নাই তত খেলার উন্মাদনায় আমরা প্রায়ই ভুলে যায় আমরা সবাই যে একই দেশের বন্ধু ভাই ভাই। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে অনেকেই আবার বাড়ি গাড়ির রং পাল্টাই, অন্য দেশের পতাকার রং এ সাজাই নিজের অজান্তেই দেশের আইন অমান্য করি! কখনো কি নিজের পতাকার রঙে সাজিয়েছি বাড়ি? অন্য দেশের পতাকা উড়ান আপত্তি নেই তবে নিজের পতাকা কে সবার উপরে টানান যে কেউ যে কোন দেশকে সার্পোট করুন নির্ভয়ে খেলা উপভোগ করুন মন ভরে আর প্রাণ খুলে। খেলা নিয়ে আর নয় হট্টগোল আর নয় গন্ডগোল খেলা কে টিভির স্কিনের মধ্যেই সীমাবদ্ধ রাখুন সর্মথিত দল ভালো খেলেও পরাজিত হলে পরে অনেকেই আবার মারাত্মক ক্ষতি করে ফেলে! যেই দেশ যেই দল মাঠে খেলবে খুব ভালো সেই দেশ সেই দলই তো ট্রফি নেওয়ার যোগ্য এ নিয়ে আমাদের মাঝে কেন এতো দ্বিধা দ্বন্দ্ব যেই দল ট্রফি নিবে তাকেই তো অভিনন্দন জানাবো। শেয়ার শিল্প-সাহিত্য বিষয়: