আনোয়ারায় উপকূলীয় দুস্থ-অসহায়দের মাঝে উপহার সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ , নভেম্বর ২৫, ২০২২

আনোয়ারা উপজেলার খোর্দ্দ গহিরা গ্রামের চিপাতলী ঘাট এলাকায় দুস্থ ও অসহায়দের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন এস.এম মানবিক ফাউন্ডেশন।
শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে আনোয়ারার খোর্দ্দ গহিরা গ্রামের চিপাতলী ঘাটে এস.এম. মানবিক ফাউন্ডেশনের উদ্যেগে দৃষ্টি প্রতিবন্ধীর পরিবারকে ১টি ছাগল, হালিমা বেগম নামের অসহায় পরিবারকে ২০টি মুরগি, জুবাইদা ও ফরিদ নামের ২টি পরিবারকে সেলাইমেশিন ও ২০০ পরিবারকে শীতবস্ত্র উপহার প্রদান করেন।
এই মানবিক অনুষ্টানে উপস্থিত ছিলেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মানবিক শওকত। অনুষ্ঠানে বক্তব্যে মানবিক শওকত বলেন এই রকম যে যার স্থান থেকে গরিব-অসহায়দের প্রতি এগিয়ে এলে আমাদের কষ্ট সার্থক হবে বলে আমি মনে করি। সাংবাদিকদের এক প্রশ্নে মানবিক শওকত বলেন আমরা যদি এই রকম ভিডিও করে মানুষকে উপহার না দিই তাহলে নতুন নতুন স্বেচ্ছাসেবক মানবিক কাজে উৎসাহিত হবেনা, কাজেই আমরা চাই আরো এই রকম মানবিক সংগঠন তৈরি হউক।
অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন মুসাইদাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হাসান।

Loading