আনোয়ারায় ইভটিজিং করায় যুবকের কারাদণ্ড

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ , নভেম্বর ২৪, ২০২২

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে সিফাত (২৪) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিনের নেতৃত্বে পরৈকোড়া নয়নতারা উচ্চবিদ্যালয়ের সামনে বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করাবস্থায় আনোয়ারা থানা পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন বলেন, বিদ্যালয়ের শিক্ষক অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অপরাধীর স্বীকারোক্তিতে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় একজনকে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। উপজেলার বিভিন্ন স্কুল কলেজে শিক্ষার পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসনের এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Loading