রামগড়ের শতাধিক শিক্ষার্থীকে  শহর সমাজ সেবার অনুদান প্রদান

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ , নভেম্বর ১০, ২০২২

কলেজও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত খাগড়াছড়ির রামগড়ের ১০৯ জন শিক্ষার্থীকে এককালীন অনুদান দিল রামগড় শহর সমাজসেবা কার্যালয়। বুধবার (৯ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত এর সভাপতিত্বে সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে অনুদানের অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী ও পৌর মেয়র রফিকুল আলম কামাল। শহর সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,রামগড় সরকারি কলেজের প্রভাষক মোঃ মোজাম্মেল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাশেদ চৌধুরী,সাংবাদিক নিজাম উদ্দীন লাভলু। এছাড়া অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে নিপা মনি ত্রিপুরা ও মোঃ ইয়াছিন বক্তব্য রাখেন।শহর সমাজসেবা কর্মকর্তা জানান,২০২১-২০২২ অর্থবছরে রামগড় সরকারি কলেজের ৯৯ জন এবং রামগড় গনিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসার ১০ জন মেধাবী, গরিব, অসহায় ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে এসব অনুদান দেওয়া হয়েছে।অনুষ্ঠান শেষে ৩৯ জন বয়স্ক ভাতাভোগী এবং ৭ জন বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতাভোগীকে ভাতার বই বিতরণ করা হয় বলে জানিয়েছেন তিনি।

Loading