রামগড় সীমান্তে ভারতীয় মদ ও গাজাসহ একজন কে আটক করেছে ৪৩ বিজিবি

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ , নভেম্বর ৫, ২০২২

খাগড়াছড়ির রামগড় সীমান্তে গভীর রাতে এক চোরাচালানকারীকে ভারতীয় মদ ও গাজা সহ আটক করেছে রামগড় ৪৩ বিজিবি।
শুক্রবার ৪ঠা নভেম্বর গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ৪৩ বিজিবির রামগড় বিওপির সদস্যরা অভিযান চালিয়ে পৌরসভার অফিস টিলা এলাকা থেকে ১০কেজি গাজা ও বিশ বোতল ভারতীয় মদ সহ রতন দে নামে এক যুবক কে আটক করেছে।
রামগড় বিওপির কোম্পানি কমান্ডার অসীম মারাক জানান,গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় পৌরসভার অফিস টিলা এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তে ফেনী নদীর পাড়ে ওৎ পেতে থেকে ভারত থেকে বাংলাদেশে আনার সময় রামগড় ৪৩ বিজিবির সদস্যরা ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২০বোতল মদ ও দশ কেজি গাজা সহ রামগড় পৌরসভার ১ নং ওয়ার্ডের শ্মশানটিলা এলাকার রতন দে নামে এক যুবককে আটক করে রামগড় থানা পুলিশের কাছে সোপর্দ করেছ। জানা যায় রতন দে রামগড় পৌরসভার ১নং ওয়ার্ডের শ্বশান টিলা এলাকার মৃত ধীরেন্দ্র দে এর ছেলে।
অসীম মারাক আরো জানান উদ্ধারকৃত মাদকদ্রব্য রামগড় থানায় জমা দেওয়া হয়েছে। বিজিবি এ ব্যাপারে রামগড় থানায় একটি মামলা দায়ের করেছে।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ হাফিজুর রহমান পি এস সি জানান সীমান্তে চোরাচালান ও অপরাধ মুলক কর্মকান্ড দমনে বিজিবি সবসময় জিরো টলারেন্স দেখাবে।

Loading