সাড়ে ১০ লাখ টন চাল-গম কেনা হচ্ছে

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ , সেপ্টেম্বর ৬, ২০২২

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছে, সরকারিভাবে বিভিন্ন দেশ থেকে ১০ লাখ ৩০ হাজার টন চাল ও গম কেনা হচ্ছে ।মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে বোরো সংগ্রহ অভিযান ও চলমান খাদ্যবান্ধব এবং ওএমএস কর্মসূচিসহ সামগ্রিক খাদ্য পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, সরকারিভাবে ভিয়েতনাম থেকে দুই লাখ ৩০ হাজার টন চাল, মিয়ানমার থেকে দুই লাখ টন চাল ও ভারত থেকে এক লাখ টন চাল কেনা হচ্ছে। অন্যদিকে রাশিয়া থেকে কেনা হবে পাঁচ লাখ টন গম।

Loading