রামগড়ে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ , আগস্ট ৭, ২০২২

খাগড়াছড়ির রামগড়ে রাবেয়া আক্তার (২১) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে।
রবিবার (৭আগষ্ট)সকালে রামগড় ইউনিয়নের খাগড়াবিল এলাকার রুপাইছড়ি কেয়াংপাড়া স্বামীর বাড়ি হতে লাশটি উদ্ধার করে পুলিশ। সে খাগড়াবিল এলাকার আবুল খায়ের এর ছেলে মহিউদ্দিনের(২৫) স্ত্রী।স্থানীয় ইউপি সদস্য মোঃ শামসুল আলম ও পারিবারিক সূত্রে জানা জানায়,৬/৭ মাস আগে মহিউদ্দীন প্রেমের সম্পর্ক করে ফটিকছড়ি উপজেলার ভূজপুরের মতিনগর এলাকার আবু হানিফেের মেয়ে রাবেয়াকে বিয়ে করে।মহিউদ্দিনের ছাগলনাইয়া একটি সিএনজি গ্যারেজে আছে। সেখানে সে কাজ করে।শুক্রবার বাড়িতে আসে।শনিবার সকালে বাড়ি থেকে চলে যাওয়ার পর স্ত্রীর সাথে মোবাইল ফোনে পারিবারিক কোন এক বিষয় নিয়ে কথা কথা কাটাকাটি হয়। অভিমানে হয়তো পরে নিজ রুমে রাতের কোন একসময় রাবেয়া ঘরের তীরের (আড়া)সাথে ওড়না দিয়ে আত্মহত্যা করে। মাটির ঘরের ঐ রুমে সে একাই থাকত। সকালে তার শশুর বাড়ির স্বজনরা তাকে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।পরে রামগড় থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের তীরের সাথে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।ময়নাতদন্তের রিপোর্ট আসলে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাজিব কর গৃহবধুর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, গৃহবধূর পিতা আবু হানিফ বাদি হয়ে অপমৃত্যু মামলা রুজু করেছে।লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Loading