রামগড়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতা বিতরণে সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ , জুলাই ৬, ২০২২

খাগড়াছড়ির রামগড়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় জিটুপি পদ্ধতিতে ভাতা বিতরণ, সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল এগারোটায় উপজেলা সম্মেলন কক্ষে রামগড় উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর আয়োজিত সেমিনারে এর মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলাম।

শহর সমাজসেবা অফিসার মো: আনোয়ার হোসেনের উপস্থাপনায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় জিটুপি পদ্ধতিতে ভাতা বিতরণ সমস্যা চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদিপ কুমার কারবারী, উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত, রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রোকেয়া বেগম, সহকারী পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার আজিজুর রহমান আনজুম, সিনিয়র সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, আইসিটি কর্মকর্তা মোঃ রেহান উদ্দিন।
সেমিনারে জনপ্রতিনিধি, উপকারভোগী, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Loading