“ঘামে ভেজা স্বপ্নগুলি” রনি মানকিন, টেক্সাস,আমেরিকা থেকে

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ , জুলাই ২, ২০২০
ঘামে ভেজা স্বপ্নগুলি ! সাইকেল চালিয়ে সাত কিলোমিটার পথ পাড়ি দিয়ে যখন কলেজে যেতাম আর স্বপ্ন দেখতাম l মাত্র চার বছর – তারপর চাকরি হবে l চাকরি হলে নিজের দু’চাকা গাড়ি হবে l যখন চাকরি হলো বাস্তবতা আবার নতুন করে স্বপ্ন দেখাতে বাধ্য করলো l
জেলা স্কুল মোড় ময়মনসিংহ বন্ধু আবু সাত্তার আর আমি পায়ে হেঁটে ঘুরছি l দেয়ালে টানানো ব্যানার চোখে পড়লো l দোস্ত চল আমেরিকা যাই l পাগল হয়েছিস – দেখ ব্যানারে কি লেখা আছে l নিজে তিনটি টিকিট কিনে নিলাম ৯০ টাকা দিয়ে l আর ফরম ফিলাপের জন্য ৩০ টাকা l জয়ী হয়ে আজকের আমেরিকা l
কম্পিউটারের খুব দাম – অজপাড়াগাঁয়ে পত্রিকায় ছিল মেধা অর্জনের অন্যতম একটি মাধ্যম l কবি-লেখকদের দামি বই কিনে শুধু সারমর্ম বুঝার চেষ্টাই পৃষ্ঠা পার করেছি l ভেবেছি সে কালের স্বপ্ন একালে খুবই অচল l অসম্মান নয় কিন্তু কালের সঠিক সিদ্ধান্ত নিতে যে ভুল করবে সে অনেক পিছনে থাকবে l পোস্টের মতো দাঁড়িয়ে দৈনিক ষোলো ঘন্টা কাজ করি l তাঁর মাঝেই স্বপ্ন দেখি দেশে সুন্দর বাড়ি আর গাড়ি কবে হবে l বাড়ী হয়েছে l হয়তো গাড়িটা সময়ের ব্যাপার মাত্র ।
জীবনের সময় খুব মূল্যবান সময় মতো সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে জীবনের আনন্দ খুঁজে পাওয়া যায়না l
পড়াশুনা শেষ-কর্মে যোগদান করেন সে ছোট হোক আর বড় হোক l এমবিএ শেষ করেছি – বন্ধু রফিক তখন কোটি টাকার মালিক l আজকের রফিক মেশিনারিজ ধোবাউড়া l মনোযোগ ও চেষ্টা তার বিকল্প নেই l সরকারি চাকুরীর জন্য চেষ্টা করেন কিন্তু অলস সময় পার করবেন না l তিরিশ বছর পরে ৪০ লাখ টাকা পেনশন পাওয়া যাই কিন্তু শরীরের বার্ধক্য জনিত কারণে অর্জিত উপার্জন ভোগ করা যায়না l স্বপ্নের সাথে শ্রমের আপোষ কখনো করা যাবেনা l জীবনে স্বপ্নগুলো দেখতে হবে চোখ কান খোলা রেখে সময়ের সঠিক সিদ্ধান্ত নিতে হবে l যে পেরেছে সে জীবনের আনন্দ উপভোগ করছে ।

Loading