তৃণমূলের জনপ্রতিনিধি মেম্বাররা হলেন জনগণের প্রকৃত সেবক – আক্তারুজ্জামান বাবু

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ , মে ৩১, ২০২২

তৃণমূলের জনপ্রতিনিধি মেম্বাররা হলেন জনগণের প্রকৃত সেবক, সুতরাং অগ্রাধীকার ভিত্তিতে তাদের সম্মান বা মর্যদা দেওয়া উচিৎ – খুলনায় মেম্বারদের প্রতিনিধি সম্মেলনে সংসদস সদস্য আক্তারুজ্জামান বাবু ।

খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু বলেছেন, তৃণমূলের জনপ্রতিনিধি মেম্বাররা হলেন জনগণের প্রকৃত সেবক। তারা গ্রাম থেকে গ্রামান্তরে মানুষের মাঝে ছুটে যায়। সুখ-দূঃখের অংশিদার হয়। যাদের অক্লান্ত পরিশ্রমে কেন্দ্রীয় সরকারের সকল সামাজিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়িত হয়। সুতরাং তৃণমূলের জনপ্রতিনিধিদের যথাযথ সম্মান বা মর্যদা পাওয়া সময়ের দাবী। তিনি মেম্বারগণের বিভিন্ন সেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করে বলেন, বিগত দিনে যেমনি ভাবে রাষ্ট্রের বিভিন্ন উন্নয়নমূলক কাজে আপনারা সহযোগীতা করেছেন, তেমনি ভাবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা,ডিজিটাল বাংলাদেশের রূপকার দেশরত্ন শেখ হাসিনার ঘোষিত গ্রাম হবে শহর কর্মসূচি বাস্তবায়নে আন্তরিক হলে তাহা অচিরেই বাস্তবায়িত হবে। এজন্য তিনি মেম্বারদের অগ্রণী ভূমিকা পালনের আহবান জানন। তিনি বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজের ফিরিস্তি উল্লেখ করে বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসলেই এদেশেরে মানুষের ভাগ্য উন্নয়ন হয়। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ উন্নয়নের সাধ উপভোগ করেন। যার ধারাবাহিকতায় পদ্মা সেতুর মেঘা প্রকল্প আজ বাস্তবায়িত হওয়ার পথে। আগামী ২৫ জুন পদ্মা সেতু চালু হলেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়ের অবরিত দ্বার উন্মোচিত হবে। তিনি কাঙ্খিত এই পদ্মা সেতুর নাম শেখ হাসিনা সেতু করার আহবান করেন সরকারের কাছে। তিনি গতকাল মঙ্গলবার সকাল ১১টায় নগরীর বিএমএ ভবনে খুলনার তৃণমূল জনপ্রতিনিধিদের প্রথম প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম। সম্মেলন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ঢাকার সাভার উপজেলার ৫নং আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ হোসেন আলী মাস্টার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু ও সাংবাদিক সুনীল দাস। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ মুন্না। বটিয়াঘাটার সুরখালী ইউনিয়ন পরিষদের মেম্বার এসএম ফরিদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আসাদুজ্জামান স্বপন, খান কামরুজ্জামান, মোঃ শওকাত হাওলাদার, আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকার ধামরাইয়ের নান্নার ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ মাসুদ রানা, মোঃ সুমন রেজা, মোঃ আবু সালেহ বশির, প্রণব কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল শেখ, শেখ আব্দুল মুকিত, মোঃ জাহাঙ্গীর আলম সোহাগ, প্রচার সম্পাদক মোঃ আফজাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, আইন সম্পাদক মোঃ মোস্তফা কামাল, মহিলা বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ এনামুল হক, প্রবাসী কল্যাণ সম্পাদক সরদার নাজমুল সাকিব সিদ্দিকী, উপ-শিক্ষা বিষয়ক সম্পাদক তপন বিশ্বাস তপু। বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের সদ্যবিদায়ী সদস্য শোভা রানী হালদার, জয়ন্তী রানী সরদার, মহিলা আ’লীগনেত্রী নীলিমা চক্রবর্তী, ইউপি মেম্বার মোঃ রফিকুল ইসলাম, বিবেক বিশ্বাস, বোরহান ফকির, মাসুম বিল্লাহ ইমরান, গাজী মোশরফ হোসেন, কেএম আকবার আলী, আব্দুস সালাম খান, শেখ শাহাবুদ্দীন, মাহাবুবুর রহমান শেখ, আব্দুল্লাহ আল মামুন, দুলাল মহলদার, মনিরুল ইসলাম, পার্থ রায় মিঠু, রেজাউল ইসলাম, রুমা আক্তার, রত্না অধিকারী, রুনা বেগম, সেলিনা বেগম, রামপদ মন্ডল, পলাশ কান্তি মহলদার, কিংকর মন্ডল প্রমূখ।
সম্মেলনে সর্ব সম্মতিক্রমে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ হোসেন আলী মাস্টার ও সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ মুন্না আগামী দিনে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে বটিয়াঘাটার সুরখালী ইউপি মেম্বার এসএম ফরিদ রানাকে সভাপতি এবং পাইকগাছার লতা ইউপি মেম্বার মোঃ শওকাত হাওলাদারকে সাধারণ সম্পাদক করে খুলনা জেলা ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের কমিটি ঘোষণা করেন।

Loading