খুলনা দুদক কার্যালয়ে আগুন, কাগজপত্র পুড়ে ছাই নিউজ৭১অনলাইন,ঢাকা নিউজ৭১অনলাইন,ঢাকা প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ , জুন ২, ২০২২ খুলনা দুদক কার্যালয়ে আগুন, কাগজপত্র পুড়ে ছাই দুর্নীতি দমন কমিশনের খুলনা বিভাগীয় কার্যালয়ের একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ভবনের তৃতীয় তলার ছয়টি কক্ষের আসবাবপত্র ও ফাইল পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্বল্পসময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। দুদকের খুলনা কার্যালয়ের ডিএডি কামরুজ্জামান জানান, বিকাল ৫টায় দিকে অফিস ছুটি হওয়াই বেশির ভাগ কর্মী অফিস ত্যাগ করে বাসায় চলে গিয়েছিলেন। হঠাৎ তৃতীয় তলায় শব্দ ও পরে ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তাঁরা ৪৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি আরো জানান, আগুনে আলমারিতে থাকা মূল্যবান ফাইল ও আসবাবপত্র নষ্ট হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা আজিজুর রহমান জানান, দরজার তালা ও জানলার কাচ ভেঙে ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তৃতীয় তলার ছয়টি কক্ষের সব কাগজপত্র পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বলা যাচ্ছে না। শেয়ার অন্যান্য বিষয়: