রামগড়ে  বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ উদযাপিত 

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ , এপ্রিল ১৪, ২০২২

খাগড়াছড়ির রামগড়ে বর্ণাঢ্য  আয়োজনে নানা কর্মসূচি পালনের মধ্যদিয়ে বাংলা নববর্ষ ১৪২৯ বর্ষবরণ উৎসব  উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে বর্ষবরণ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্ত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার বের করা হয়। রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দীন আরাফাত,পৌর মেয়র রফিকুল আলম কামাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান, মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক জেল পরিষদ সদস্য মংপ্রু চৌধুরী,সরকারি বিভিন্ন দপ্তরের  কর্মকর্তা,  জনপ্রতিনিধি, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ  সহস্রাধিক লোকজন স্বতস্ফুর্ত অংশগ্রহণ করেন ।আনন্দ শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষীণ করে উপজেলা চত্বরের এসে শেষ হয়।পুরাতন বছরকে বিদায় নতুন বছরকে বরণ করে নিতে হিন্দু,বৌদ্ধ, ত্রিপুরা, মারমাসহ বিভিন্ন সম্প্রদায়ের তরুণ তরুণী তাদের নিজস্ব স্ব স্ব জাতির ঐতিহ্যের পোশাক পরিধান করে খন্ড খন্ড ভাবে ব্যানার নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। র্যালি শেষে টাউন হলের সামনে খোলা  মাঠে ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যেবাহী গরিয়া নৃত্য পরিবেশেন করা হয়।পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এরআগে বুধবার মারমা সম্প্রদায় বর্ষবরণ ও বিদায় উৎসব সাংগ্রাই উপলক্ষে  আন্দশোভাযাত্রা ও বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে।

 

Loading