সাভারে শিক্ষার্থী বলাৎকারের ঘটনায় মাদ্রাসা শিক্ষক আটক

প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ , এপ্রিল ৯, ২০২২

ঢাকার সাভারে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে দশ বছরের এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে ময়মনসিংহ জেলা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ জানান, শুক্রবার সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লায় নূরানী তালীমুল কোরআন বালক মাদ্রাসায় দশ বছরের ওই শিশু শিক্ষার্থীকে হত্যার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করেন শিক্ষক আল আমিন হাসান (২৭)। পরে ওই শিক্ষার্থীর পরিবার ঘটনার দিনেই ওই শিক্ষককে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করে।

মামলার পরে গ্রেপ্তার এড়াতে ওই শিক্ষক পালিয়ে যায়। পরে রাতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ময়মনসিংহ জেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে সাভার মডেল থানার এসআই সৈকত বলেন, অভিযুক্ত শিক্ষককে আজ শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

Loading