সাভারে ভূয়া এমবিএস ডাক্তার এর সার্টিফিকেট তৈরীর মুলহোতাসহ গ্রেফতার ৫

প্রকাশিত: ৪:৩৪ পূর্বাহ্ণ , এপ্রিল ৯, ২০২২

ঢাকার সাভার বাজার রোডে নবদিগন্ত ডায়াগনস্টিক সেন্টারের আড়ালে গত কয়েক বছর ধরে এই ভূয়া এমবিএস ডাক্তারের সার্টিফিকেট তৈরী করে ৫ লাখ টাকা থেকে ২০ টাকার বিনিময়ে।

ঢাকা ওয়ারীজোন গোয়েন্দা পুলিশের অভিযানে সাভার থেকে নবদিগন্ত ডায়াগনস্টিক সেন্টার এর মালিক ভূয়া ডাক্তার নজরুল ইসলাম গ্রেপ্তার হয় ।

ভূয়া ডাক্তার এস আর নজরুলের দেওয়া তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন জায়গায় থেকে আরও ৪ জনকে গ্রেফতার করে আদালত পাঠিয়েছেন গতকাল বৃহস্পতিবার সকালে।

ঢাকা ওয়ারীজোনের গোয়েন্দা পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা জানান জাল এমবিএস ডাক্তার এর সার্টিফিকেট উদ্ধার করেছে। আরও জানা যায় এস আর নজরুল একজন প্রভাবশালী ব্যক্তির মদদে সাভারে এই অপকর্ম চালিয়েছেন । তার বিষয়ে অনুসন্ধান চলছে বলে জানা যায়।

ভূয়া ডাক্তার এস আর নজরুলের বিষয়ে জানা যায় সাভারের বাজার রোডে নবদিগন্ত ডায়াগনস্টিক সেন্টার খুলে সে দীর্ঘ দিন ধরে প্রতারণা করে আসছিল ।

Loading