পরিবহন দপ্তর বুঝে পাওয়ার আগেই দূর্ঘটনার শিকার বশেমুরবিপ্রবির মাইক্রো

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ , মার্চ ১৪, ২০২২

পরিবহন দপ্তর বুঝে পাওয়ার আগেই সড়ক দূর্ঘটনার শিকার হয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি মাইক্রোবাস।

শনিবার (১৩ ফেব্রুয়ারী) ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া সংলগ্ন এলাকায় মাইক্রোবাসটি দূর্ঘটনার শিলার হয়। তবে সড়ক দূর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটে নি।

মাইক্রোবাসের চালক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের নিয়োগ পরীক্ষার এক্সপার্টদের নিয়ে আসার উদ্দেশ্যে মাইক্রোবাসটি নিয়ে আমাকে পাঠানো হয়েছিলো। কিন্তু পথিমধ্যে ঢাকা – খুলনা মহাসড়কের ভাঙ্গা সংলগ্ন এরিয়ায় একটি ভ্যান মাইক্রোবাসে ধাক্কা দিলে মাইক্রোবাসের এক পাশে ডোপ খেয়ে গেছে এবং এক্সেল কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।’

এ বিষয়ে পরিবহন দপ্তরের প্রশাসক তাপস বালা বলেন, ‘আমি দূর্ঘটনার বিষয়টি শুনেছি তবে দূর্ঘটনার শিকার গাড়িটি এখনও পরিবহন দপ্তর বুঝে না পাওয়ায় এ বিষয়ে কিছু বলতে পারছি না।’

এ বিষয়ে পরিকল্পনা ও ওয়ার্কস দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তুহিন মাহমুদের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন নাম্বারটি বন্ধ পাওয়া গেছে।

Loading