রাবিতে সিট দখলে ব্যর্থ হয়ে হলগেটে ছাত্রলীগের তালা

শামীম রেজা শামীম রেজা

রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২৪, ২০২২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলে সিট দখলে ব্যর্থ হওয়ায় হল গেটে তালা দিয়েছে হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে হলের মূল ফটকে তালা দেয় তারা। এসময় হল প্রাধ্যক্ষের পদত্যাগের দাবি জানিয়ে বিকেল চারটা পর্যন্ত হল গেট তালাবদ্ধ রাখেন নেতাকর্মীরা।
যদিও হল শাখা ছাত্রলীগের কিছু নেতাকর্মী বলছেন, ডাইনিংয়ের খাবারে কটন বার্ড পাওয়ার ঘটনায় হলের সাধারণ শিক্ষার্থীরা হল গেটে তালা দিয়েছেন।

তবে ছাত্রলীগেরই একাধিক কর্মী জানিয়েছেন এই তালা দেওয়ার বিষয়টি ‘পূর্ব পরিকল্পিত’। গতকাল অবৈধভাবে থাকা কয়েকজন ছাত্রলীগ কর্মীকে হল থেকে নামিয়ে দেওয়ার বদলা হিসেবে এমনটা করা হয়েছে বলে জানিয়েছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক হল শাখার এক ছাত্রলীগকর্মী জানায়, ‘আজকের আন্দোলনটি গতকালকের অবৈধ শিক্ষার্থীদের হল থেকে নামানোর ঘটনাকে কেন্দ্র করে করা হয়েছে। এটি পূর্ব পরিকল্পিত।’

এদিকে বৈধ শিক্ষার্থীকে তার সিট থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে আসন্ন হল সম্মেলনে জিয়া হল শাখার সভাপতি পদপ্রার্থী রাশেদ মিয়ার বিরুদ্ধে।

এ বিষয়ে হলের এক আবাসিক শিক্ষার্থী জানায়, হলে আসন বরাদ্দ দেয়ার পর হল প্রসাশন আমাকে আমার বরাদ্দকৃত অাসনে তুলে দেন। এদিন রাতে ছাত্রলীগ নেতা রাশেদ নিজে না এসে অন্যদের মাধ্যমে আমাকে হল থেকে নামিয়ে দেয়। এবং রাতে রাশেদ ভাই আমার সাথে দেখা করতে চেয়েও পরে আর দেখা করেন নি। আমি আমার মেস ছেড়ে দিয়েছি। এখন আমার থাকার জায়গা নেই।

অভিযোগের প্রেক্ষিতে এবং তালা দেওয়ার বিষয়ে জানতে চাইলে রাশেদ বলেন, ‘আমি কোনো শিক্ষার্থীকে হল থেকে বের করে দেইনি। আর আজকের বিষয়টি নিয়ে হলের সাধারণ শিক্ষার্থীরা তালা দিয়েছেন। আমরা তাদের যৌক্তিক দাবিগুলোর সঙ্গে একাত্মতা পোষণ করে আন্দোলন করেছি।’

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ১ টার দিকে হল গেটে তালা লাগিয়ে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। তবে সেসময় যারা ভিতর থেকে স্লোগান দিচ্ছিল তাদের মধ্যে ছাত্রলীগের পাশাপাশি কিছু সাধারণ শিক্ষার্থী ছিল। পরে হলের মূল ফটকের নিয়ন্ত্রণ ছাত্রলীগের নেতাকর্মীরা নিয়ে নেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রক্টর, ছাত্র উপদেষ্টা, হল প্রাধক্ষ্য, হাউজ টিউটরসহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি বৈঠকে বসেন।

বৈঠকের এক পর্যায়ে ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার উচ্চবাচ্য শোনা যায়। এক পর্যায়ে তাকে বলতে শোনা যায়, হলের আবাসিকতার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীর নাম থাকলেও ছাত্রলীগের মিটিং-মিছিল করা শিক্ষার্থীদের নাম নেই।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের আবাসিকতার নতুন ১৯৬ জনের তালিকা বাতিল না করা হলে মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হবে।

তালা ঝুলিয়ে দেওয়ার বিষয় অস্বীকার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, সাধারণ শিক্ষার্থীদের দাবিগুলোর পক্ষ নিয়ে আমরা বৈঠকে বসেছিলাম। অল্প সময়ের মধ্যে হলের খাবারের মান উন্নয়ন, রাউটারের সংখ্যা বৃদ্ধি, জয়ী খেলোয়াড় দলের জন্য পোষাক ও আবাসিকতার তালিকায় থাকা সমস্যা সমাধান করবে। এসব করা না হলে সাধারাণ শিক্ষার্থীরা আবার আন্দোলন শুরু করলে আমরা তাদের সাথে যোগ দিবো। এছাড়া হলের সিটের বিষয়ে কোন সমাধান হয়নি। আগামী রোববার প্রশাসনের সাথে বৈঠকে এটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আলোচনা শেষে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ সুজন সেন বলেন, হলের শিক্ষার্থীরা বেশকিছু অভিযোগ করেছে। এগুলো সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী রোববার আমাদের সঙ্গে বসতে চেয়েছেন। সেদিন বসে এই অভিযোগগুলোর সমাধান করা হবে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক অাসাবুল হক বলে, আন্দোলনরত শিক্ষার্থীরা আমাদের ওয়াইফাই সমস্যা, সিট সমস্যা, ডাইনিংয়ে খাবারের মানের সমস্যাহ বেশ কিছু অভিযোগ জানিয়েছেন। আমরা হল কর্তৃপক্ষকে নিয়ে আগামী রোববার বসে এই সমস্যাগুলো সমাধানে আলোচনা করব।

Loading