আশুলিয়ায় গরুর মাঠ থেকে ৪ জোয়ারী গ্রেফতার ঢাকা অফিস ঢাকা অফিস প্রকাশিত: ১:৪০ পূর্বাহ্ণ , জানুয়ারি ২৮, ২০২২ নিউজ ৭১অনলাইন : ২৭ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে আশুলিয়া গরুর মাঠ থেকে জুয়া খেলার অপরাধে ০৪ জনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশের একটি টহল দল। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের জুয়া খেলার পন্য সামগ্রী নগদ ৭,৪৪০ টাকা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, ১। মোঃ আজিজুর রহমান (২৬),পিতাঃ মোঃ জালাল উদ্দীন, সাং- ডাঙ্গীপাড়া,হরিপুর, ঠাকুরগাঁও। ২। মোঃ আব্দুল্লাহ (১৯),পিতাঃ আবুল হোসেন,সাং- ভুকরগাঁও, রাণীসংকৈল,ঠাকুরগাঁও। ৩।মোঃ সাকিরুল (২০), পিতা তছলিম উদ্দিন, সাং-ডাঙ্গীপাড়া,হরিপুর, ঠাকুরগাঁও। ৪। মোঃ সুমেল(২০),পিতাঃ ইমরান হোসেন,সাং- জয়পুর,সাদুল্যাপুর,গাইবান্ধা। বর্তমানে তারা সবাই জিরানী টেঙ্গুরি বাজার,আশুলিয়া, ঢাকা এলাকায় ভাড়া থাকেন। এ বিষয়ে আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে। মামলা নং- ৪৫। শেয়ার ঢাকা বিষয়: