সাভারে‌ হামলায় আহত হয়েও আসামি ধরলেন দুই পুলিশ কর্মকর্তা

প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ , জানুয়ারি ১৫, ২০২২

সাভার পৌরসভা এলাকায় চাঁদাবাজির এক আসামিকে ধরতে গিয়ে হামলায় দুই পুলিশের কর্মকর্তা আহত হয়েছেন। আহত হয়েও সাহসী দুই পুলিশ কর্মকর্তা আসামি শরিফ উদ্দিন ফকিরকে (৫০) গ্রেফতার করেছেন ।

শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় পৌর এলাকার নামা বাজারের মুছার বাড়িতে শরিফ উদ্দিনকে ধরতে গিয়ে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ কর্মকর্তারা হলেন- সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশোক ও সাইফুল ইসলাম।

গ্রেফতার শরিফ উদ্দিন ফকির নামা বাজার এলাকার মৃত সোরহাব উদ্দিন ফকিরের ছেলে।

এ বিষয়ে সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম বলেন, আমরা শুক্রবার সন্ধ্যায় চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতার করতে যাই , সেখানে স্থানীয়রাসহ আসামির লোকজন আমাদের ওপর হামলা করে। আসমি এ সময় পালিয়ে যেতে চেষ্টা করলে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হই।

তাকে শনিবার (১৫ জানুয়ারি) আদালতে পাঠানো হবে।

Loading