এলেঙ্গার বাবলা এলাকায় এলংজানী নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির মহোৎসব

প্রকাশিত: ৮:৪৭ পূর্বাহ্ণ , জানুয়ারি ৯, ২০২২

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে এলংজানী নদীর হাকিমপুর-ভাবলা এলাকায় ভেকু বসিয়ে অবৈধভাবে বালু বিক্রির অভিযোগ উঠেছে ফরজ আলী সহ কতিপয় ব্যক্তি। ফলে হুমকির মুখে রয়েছে নদী তীরবর্তী বসতবাড়ী, বিদ্যালয়, বাজার ও বিভিন্ন স্থাপনা। অপরদিকে রাজস্ব হারাচ্ছে সরকার। গত কয়েক বছর যাবত অবৈধভাবে বালু উত্তোলনের কারণে প্রতি বছর বর্ষা মৌসুমে বাড়ি-ঘর ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়।
সরেজমিনে জানা যায়, স্থানীয় অছিম উদ্দিন, হাকিমপুরের ফরজ আলী, রাজাবাড়ীর জাকির হোসেনসহ ১০-১২ জন প্রভাবশালী দীর্ঘদিন যাবত নদীতে ৪টি ভেকু দিয়ে বালু উত্তোলন ও বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। স্থানীয়রা এসব প্রভাবশালীদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায়না।
স্থানীয়রা জানান, গত বছর যাবত নদীর পাড় কেটে অবৈধভাবে বালু বিক্রি করেছে গোটাকয়েকজন ব্যবসায়ী। তাদের কোনকিছুর বলতে গেলে আমাদের এলাকায় থাকা হবে না। ইতিপূর্বে প্রতিবাদ করতে গিয়ে বিভিন্নভাবে হুমকির সম্মুখীন হয়েছি। এসব ব্যবসায়ীরা প্রশাসনকে ফাঁকি দিয়ে রাত-দিন ২৪ ঘন্টা অবৈধভাবে বালু উত্তোলন করে চলেছে। বিষয়টি নিয়ে প্রশাসনের দ্রæত হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম বলেন, বিষয়টি আপনার মাধ্যমে অবগত হলাম। কেউ যদি অবৈধভাবে বালু উত্তোলন করে থাকে তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত বর্ষা মৌসুমে উল্লেখিত ব্যক্তিরা এই স্থানে ৭টি বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করলে প্রশাসন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ড্রেজাগুলো ধ্বংস করেন।

Loading