রামগড়ে সংবাদ সম্মেলনে পাতাছড়া ইউপি নির্বাচনে অনিয়মের অভিযোগ

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ , ডিসেম্বর ২৬, ২০২১

রামগড় উপজেলার দুই নং পাতাছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনিয়ম, শারিরীক নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন ১,২,৩,নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে নারী সদস্য প্রার্থী সাবিনা ইয়াসমিন এবং নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ৪, ৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী সদস্য মালেকা আক্তার রিটার্নিং অফিসার বরাবর লিখিত আবেদন করেন।
রবিবার(২৬ ডিসেম্বর) বিকেলে রামগড় উপজেলা পরিষদ সংলগ্ন গোধূলী রেস্তোরায় এক সংবাদ সম্মেলনে ১,২,৩,নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে নারী সদস্য কলম মার্কার প্রার্থী সাবিনা ইয়াসমিন লিখিত বক্তব্যে অভিযোগ করেন,তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সালমা আক্তার ও অন্য এলাকার এক জনপ্রতিনিধি সঙ্গবঙ্গ নিয়ে দুপুর একটার সময় পাতাছড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের থলিবাড়ি সঃ প্রাঃ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে এসে প্রার্থীকে (সাবিনা) মানষিক নির্যাতন করে ধাক্কা দিয়ে কেন্দ্র এলাকা থেকে বের করে দেন এবং উপস্থিত ভোটারদেরও এলোপাতাড়ি মারধর করে কেন্দ্রখালি করে ভোট কক্ষের দরজা বন্ধ করে ব্যালট পেপারে জোর পূর্বক সীল মেরে জাল ভোট দেয়া হয়।তিনি একই দাবিতে ভোট স্থগিতাদেশ চেয়ে রিটানিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন বলেও সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন।এবিষয়ে কেন্দ্রের দ্বায়িত্ব প্রাপ্ত প্রিসাইটিং অফিসারের নিকট অভিযোগ করেছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাবিনা বলেন,পুলিশের বাধার মুখে দীর্ঘ সময় অপেক্ষা করেও প্রিসাইটিং অফিসারের সাথে কথা বলতে পারেননি।।তাই অতিদ্রুত এসে রামগড় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার বরাবর ভোট গ্রহণ স্থগিত রাখার লিখিত অভিযোগ দেই।
থলিবাড়ি সঃ প্রাঃ বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আমির মোহাম্মদ ইমন বলেন, ভোটকেন্দ্রে এধরনের কোন ঘটনা ঘটেনি।কলম প্রতিকের প্রার্থীর অভিযোগ সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। অপরদিকে একই ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের মাইক মার্কার প্রার্থী পারভীন আক্তারকে বিবাদী করে রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন প্রতিদ্বন্দ্বী সূর্য্যমুখী মার্কার প্রার্থী মালেকা আক্তার। তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনী আচরণ বিধি লংঘন, প্রার্থী ও ভোটারদের মারধর, খুনখারাবির হুমকি দমকির অভিযোগ এনে ভোট গ্রহণ স্থগিত রাখার আবেদন করেন।৫ নং ওয়ার্ডের নিউ তৈচাকমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইটিং অফিসার মোঃ ইলিয়াস মালেকা আক্তার এর অভিযোগের কোন সত্যতা নেই উল্লেখ করে বলেন,ভোট কেন্দ্রে কোন ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।কেন্দ্রে সকল প্রার্থীর এজেন্টের উপস্থিতিতে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
অভিযোগের বিষয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও রামগড় উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাস দু’জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থীর অভিযোগ পাওয়া কথা স্বীকার করেছেন।বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলেও জানান।

Loading