সেনবাগে সম্পত্তি জনিত বিরোধের জেরে হামলায় মুক্তিযোদ্ধা সহ আহত ৩

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ , ডিসেম্বর ২২, ২০২১

এ এইচ লিটন, সেনবাগ প্রতিনিধি :

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউপির মগুয়া মিজি বাড়িতে সম্পত্তি জনিত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধা সহ ৩ জন আহত হয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,দীর্ঘদিন সম্পত্তি জনিত বিরোধের জের ধরে বুধবার (২২ডিসেম্বর) সকালে মুক্তিযোদ্ধা আবু তাহেরের দখলীয় সম্পত্তি তার ভাতিজারা জোরপূর্বক বেদখলের চেষ্টা করে এতে আবু তাহের ও তার স্ত্রী হাছিনা বেগম বাধা দিলে আবুল খায়েরের ছেলে আব্দুল্লাহ আল মামুন(৩৫), মোঃ আবু নাছের(৪০) ও নাছেরের স্ত্রী সুমি আক্তার(৩৫),এলোপাতাড়ি ভাবে পিটাতে থাকে। এ সময় তাদের আর্তচিৎকারে ঘরে থাকা আবু তাহেরের মেয়ে রোকসানা এগিয়ে আসলে তাকেও পিটিয়ে তার শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম করে।এ সময় তার জেঠাতো ভাই মামুন ও নাছেরের হাতে থাকা বাঁশের লাঠি ও কাঠ দিয়ে পিটালে রোকসানা ও তার মা হাছিনা বেগম গুরুতর আহত হয়। তারা রোকসানার হাতে থাকা মোবাইল ফোন ও গলার স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের রক্ষা করে এবং সেনবাগ সরকারি হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা আবু তাহেরের মেয়ে রোকসানা আক্তার বাদী হয়ে সেনবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

এ বিষয়ে সেনবাগ থানার ওসি(তদন্ত)ইমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের কথা জানান।

Loading