স্বরচিত কবিতা ঃ

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ , ডিসেম্বর ১৩, ২০২১

ক্ষমা চাই
সামছুদ্দোহা ফরিদ
তোমার গোলাম পারেনি হতে
অজ্ঞ বোকা নরাধম অক্ষম ব্রতে।
তোমার গোলামীর পারিশ্রমিক একেবারে নগন্য
তোমার দয়ায় বেঁচে আছি এতটুকুই ধন্য।
বিদায়ের বেলার সঞ্চয় চোখে দেখার মত নয়
অনন্তকালের দিন গুলোর কথা ভেবে লাগে ভয়।
আমার আসা আমার যাওয়া সবই যেন অসার
কেবল ভরসা তুমি রহমান তুমি ধরার বাশার।
পাপের মাঝে ডুবে আছি তোমাকে না মেনে
আমি ছাড়া তোমার সৃষ্টি সকালেই আছে ধ্যানে।
তাই তো পাপের ক্ষমা চাই অশ্রু সিক্ত বারবার
তোমার কাছে ভিক্ষা চাই ক্ষমা মাগিবার।
বুঝে উঠি না প্রভু কিশে যেন পিছু টান
তোমার সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে ও রাখলাম না মান।
কত আদম অধম হয়ে ছেড়েছে এ ধরা
যারা ক্ষমতা খর্ব করেছে নিঃস্ব আজ তারা।
তবু বুঝে আসে না মিছে মরীচিকার ছলনা
সময়ের শেষ প্রান্তেও মোর খবর হল না।
ক্ষমা চাই ক্ষমা করো মিনতি প্রভু বারবার
আমি পাপি তোমার হিদায়েত দাও সুধিবার।

Loading