সরকার শেকড় পর্যায়ে তথ্য সেবা পৌঁছে দিতে কাজ করছে

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ , ডিসেম্বর ১০, ২০২১

সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। এখন অনলাইনে অনেক কাজ সম্পাদন করা হয়ে থাকে। ঘরে বসে অনলাইনের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য করা যায়। তথ্য সেবার জন্য প্রতিটি উপজেলা এবং জেলায় রয়েছে তথ্য কার্যালয়। আপনাদের যেকোন তথ্য সুবিধার জন্য উপজেলা তথ্য অফিসের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এই সেবাদানে সর্বদা প্রস্তুত। আমরা শুধু অফিসের মাধ্যমে সেবা প্রদান করি না। আমাদের সেবা এখন শেকড় পর্যায়ে চলমান রয়েছে। বিভিন্ন এলাকায় উঠান বৈঠকের মাধ্যমে আমরা ৬ টি বিষয়ে সেবা প্রদান করে থাকি। বিষয়গুলো হলো- শিক্ষা, স্বাস্থ্য, কৃষি,ব্যবসা, আইন, জেন্ডার। আপনাদেরকে একটি কন্টাক্ট নাম্বার দিচ্ছি, এই নাম্বারে ফোন করলে আপনারা যে কোন সেবা পেয়ে যাবেন বিনে পয়সায়। ৩৩৩ তে কল করলে আপনার ঘরে খাদ্য না থাকলে সরকার খাদ্য পৌঁছে দেবে। বড়লেখার কাটা জঙ্গলে এলাকায় উঠোন বৈঠক এ উপজেলার তথ্য কর্মকর্তা মাহবুবা খাতুন একথা বলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম বলেন, আপনারা এক জীবন পের করে এসেছেন সে জীবনে আপনারা শিক্ষার গুরুত্ব না দেয়ার কারণে অনেক পেছনে পড়েছেন। আপনাদের ছেলেমেয়েরা যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেজন্য মনোযোগ দিবেন। স্কুলে বাচ্চাদেরকে পাঠালে সরকারের অনেক সুবিধা তারা পেয়ে যাবে। জেলা-উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা রোকসানা বেগম বলেন, আপনারা চা-বাগানে নিজের শ্রম দিয়ে উৎপাদন করছেন। আপনাদের জীবন-জীবিকা অনেক কষ্টের। কষ্ট করলে একসময় সুফল ভোগ করা যায়। আমি জয়িতা হয়েছি অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে। আমি চাই আপনাদের মধ্য থেকেও জয়িতা বেরিয়ে আসুক। আপনাদের সন্তানদের কে স্কুলে পাঠাবেন। আপনাদের ছেলে মেয়েদের মধ্যে কখনো বৈষম্য সৃষ্টি করবেন না। ছেলে মেয়ে উভয়কে সমান খাবার দিবেন। সমান সুবিধা দেবেন। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান এনাম উদ্দিন বলেন, আগে যারা ইউনিয়ন পরিষদ থেকে সুযোগ সুবিধা পেয়েছে এখন আর তারা সেই সুযোগ পাবে না। যারা সুবিধাবঞ্চিত ছিল এখন থেকে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে। উঠোন বৈঠকে বাগান শ্রমিক অর্ধ শতাধিক নারীদের মধ্যে তথ্য কর্মকর্তা নগদ অর্থ ও নাস্তার প্যাকেট প্রদান করা করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিলেট মিডিয়ার সভাপতি আহমেদ বকুল, তথ্য অফিসের সহকারী জলি বেগম, শহিদুল, মীর মুজিব প্রমুখ। স্থানীয় রবীন্দ্র ভমিকের বাড়িতে উঠোন বৈঠক হয়।

Loading