নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি)এর অভিযানে ১৯,০৫,৭০০/টাকা মূল্যের ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা আটক

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ , নভেম্বর ২৫, ২০২১

২৩ নভেম্বর (মঙ্গলবার) রাত ০২২০ঘটিকায় নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্হ সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার ১ নং বংশিকুন্ডা ইউনিয়নে অবস্হিত মহেষখোলা বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃশওকত হোসেন এবং পাচগাঁও কোম্পানীতে কর্মরত সুবেদার মোঃ আব্দুর রব হাওলাদার এর নেতৃত্বে ১০ সদস্যের একটি যৌথ টহল দল কতৃক দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৮৫/৮ এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব পাচগাঁও নামক স্হানে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফাঁদ পেতে থাকে।

তথ্যানুযায়ী ভারতের দিক হতে চোরা কারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেন্জ করলে চোরাকারবারীরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়। বিজিবি’র টহল দল ঘটনাস্থল হতে ভারতীয় প্যান্ট তৈরীর কাপড় ১১৪৪ গজ, ভারতীয় লেহেঙ্গা ৪৯ পিস,কাশ্মিরী শাল চাদর -১৯ পিস,ভারতীয় কাতান শাড়ী-৩৪পিস এবং ভারতীয় সিল্ক কাতান শাড়ী -২২১ পিস জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য ১৯,০৫,৭০০/(ঊনিশ লক্ষ পাঁচ হাজার সাতশত)টাকা।

জব্দকৃত চোরাচালানী মালামাল নেত্রকোণা কাস্টমস অফিসে জমা করা হবে। উল্লেখ্য কোন চোরাকারবারী আটক করা সম্ভব হয়নি।

Loading