স্বরচিত কবিতা ঃ

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ , নভেম্বর ২১, ২০২১

নিয়তি
সামছুদ্দোহা ফরিদ
কত কিছু জীবনে ছিল আর্তি
অদৃশ্য বন্ধনে জড়িয়ে নিয়তি।
নিয়তির কাছে সবই অজানা
মনের মাঝে বাঁজে করুন হানা।
অচীন পুরের অচীন কথা
ব্যর্থ অর্জনের কঠিন ব্যথা।
কি চাই,কি নাই, কি আছে আয়োজন
হাহাকার মন কিশের যেন প্রয়োজন।
যা হবার তাই হবে
সৃষ্টি ধারায় ভেবেছে কে কবে?
সম্মানের মালিক যিনি
অসম্মান ও করেন তিনি।
মাঝখানে মেনে নেয়া
সৃষ্টির ধারায় মিশে যাওয়া।
আশা নিরাশার ধুয়াশার হেলা
কেটে যাবেই ইচ্ছা অনিচ্ছার বেলা।
নিয়তির সীমায় আছি বাঁধা
আলো আধারীর পড়ে ধাঁধা।

Loading