বশেমুরবিপ্রবির হলে নয় লক্ষ টাকার সংস্কার কাজ, সন্তুষ্ট নয় শিক্ষার্থীরা

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ , নভেম্বর ১৬, ২০২১

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বিজয় দিবস হলের নয় লক্ষ টাকার সংস্কার কাজে অসন্তুষ্টি প্রকাশ করেছে হলের আবাসিক শিক্ষার্থীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হল ও ওয়াশরুমগুলোর নোংরা ও অপরিচ্ছন্ন অবস্থা।

এ বিষয়ে বিজয় দিবস হলের প্রভোস্ট মোঃ শফিকুল ইসলাম বলেন, “করোনা পরবর্তীতে হল উন্নয়নের জন্য আমাদের বিজয় দিবস হলে নয় লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন মাননীয় ভাইস- চ্যান্সেলর। আমরা রান্নাঘরসহ অনেক উন্নয়ন কাজ করেছি। অনেক দরজা নষ্ট হয়েছে তার মধ্যে থেকে কিছু কিছু দরজার কাজ করেছি। এছাড়াও হলে টাকা দিয়ে গণরুমের মধ্যে রুমে তৈরি করে আমরা রিডিংরুম করেছি।”

এসময় তিনি আরও বলেন,
হলের একাউন্টে হলের এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আছে এবং একজন লোক আছে পরিষ্কার করার জন্য যা যথেষ্ট নয়। মাষ্টাররোলের একজন লোক ছিলো, সেই লোকও কিছু দিন থেকে আর আসছে না।

উল্লেখ্য, করোনার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য এককোটি টাকার বরাদ্দ থেকে নয় লক্ষ টাকা বরাদ্দ পায় বিজয় দিবস হল।

Loading