ধামরাইয়ে প্রান্তিক জনগোষ্ঠী জীবনমান উন্নয়নে ৫দিন ব্যাপি সফটস্কীলস প্রশিক্ষণ

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ , নভেম্বর ৩, ২০২১

 

সমাজসেবা অধিদপ্তর পরিচালিত প্রান্তিক জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ৫দিন
ব্যাপি সফটস্কীলস প্রশিক্ষণ অনুষ্ঠান গত মঙ্গলবার ধামরাই উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেনের সভাপতিত্বে সফটস্কীলস অনুষ্ঠানে প্রধান অতিথি ভার্চুয়ালি মাধ্যমে বক্তব্য রাখেন, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড—১) শেখ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি প্রকল্প পরিচালক মোহা: কামরুজ্জামান, সহকারী প্রকল্প পরিচালক হারুনুর রশিদ,সমাজসেবা কর্মকর্তা ঢাকার মোশারফ হোসেন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস.এম হাসান প্রমুখ।জনগোষ্ঠীগুলি অংশ গ্রহন করে তারা হচ্ছে, কামার, কুমার, নাপিত, বাশঁ ও বেত পন্য প্রস্ততকারী, কাসাঁ—পিতল পন্য প্রস্ততকারী, জুতা মেরামত প্রস্ততকারী, লোকজ যন্ত্র, নকশী কাঁথা শিল্পী, শীতল পাটি ও লোকজ শিল্পী

Loading