মানুষ-ই হতে চেয়েছি, থাকতে চেয়েছি তাদের পাশে নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ , জুন ২২, ২০২০ ডা.ফেরদৌস খন্দকার মানুষ হয়ে ওঠা ভীষণ কঠিন! আমি আমার ইচ্ছা, ভালোবাসা ও সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টা করেছি মানুষের পাশে থাকার। আর সেটি প্রিয় মাতৃভূমির স্বজনদের পাশে থাকার লোভ আমাকে নিরন্তর তাড়িয়ে বেড়ায়… সকাল টা শুরু হয়েছে কিভাবে সেন্টারের কাজ করা যায় সেউ পরিকল্পনা দিয়ে। আর হাসপাতালের বাহিরে যখন অপেক্ষা করছিলাম ঠিক তখনই সুজোগটা নিলাম। আজ সকালে কিছু মাস্ক নিয়ে দাঁড়িয়ে ছিলাম কিছু মানুষকে এই মহামারী করোনা দুর্যোগে তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য। পেয়েও গেলাম নাম না জানা অচেনা স্বজনদের। তাদের জন্য কিছু করতে পেরে আমি ভীষণ আপ্লূত ও গর্বিত। আমার এই ছুটে চলায় আপনাদের সকলের ভালোবাসাই আমার অর্জন। নিজ চোখে দেলাম বেশীরভাগ মানুষই মাস্ক পডছে(যদিও সঠিকভাবে নয়), অল্পংখক মাস্ক পডছে না। আসুন প্রতিটিদিন ছোট ছোট ভালোকাজগুলোকে জীবনের সাথে নিয়ম মাফিক অভ্যাস করি। সকলে স্বাস্থ্য বিধি মেনে চলুন। সকলের সাথে মানবিক আচরণ করুন। নিরাপদে থাকুন। শেয়ার সোশ্যাল মিডিয়া বিষয়: