রাবি ১৩ শিক্ষার্থীকে ডিনস্ অ্যাওয়ার্ড প্রদান

শামীম রেজা শামীম রেজা

রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ , অক্টোবর ৩১, ২০২১

 

২০১৯ সালের অনার্স চূড়ান্ত পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় কলা অনুষদের ১৩ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আজ রবিবার বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজ উদ্দিন আহমেদ সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেন উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার।

অনুষ্ঠানে উপাচার্য অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের এই অর্জনের জন্য অভিনন্দন জানিয়ে আগামীতে তারা দেশ ও জাতির সার্বিক সমৃদ্ধি ও কল্যাণে অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘যেসব শিক্ষার্থী সততা এবং সময়ানুবর্তিতা নিয়ে চলাফেরা করবে তারা অবশ্যই ভালো কিছু করবে। ভালো ফলাফল করেই কিন্তু তোমাদের অগ্রযাত্রা থামিয়ে দেওয়া যাবে না। এই অ্যাওয়ার্ড কৃতিত্বের স্বীকৃতি স্বরুপ। সফলতার এ যাত্রা এখানেই শেষ নয়। কর্ম জীবনে তোমাদের এ কৃতিত্বের স্বাক্ষর রাখতে হবে।’

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বিভাগীয় সভাপতিদের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি প্রফেসর মোহাম্মদ ফায়েক উজ্জামান। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী আতকিয়া ফাহমিদা, মো. আবু বকর সিদ্দিক, শহীদুল্লাহ ও সমরেন্দ্রনাথ দাস তাদের অনুভূতি ব্যক্ত করেন।

কলা অনুষদের আওতাভুক্ত ১২টি বিভাগের বি.এ ও বিপিএ (সম্মান) পরীক্ষায় বিভাগে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীদের এই পুরস্কার প্রদান করা হয়। (নাট্যকলায় ২ জন)।

ডিনস্ অ্যাওয়ার্ড অর্জনকারী শিক্ষার্থীরা হলেন, মোসা. লায়লাতুন নাহার (দর্শন বিভাগ), আহমেদ সাগর হোসেন (ইতিহাস বিভাগ), নূর আল নাফিস (ইংরেজি বিভাগ), মোছা. আফরিন বানু (বাংলা বিভাগ), আতকিয়া ফাহমিদা (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ), মো. আবু বকর সিদ্দিক (আরবী বিভাগ), শহীদুল্লাহ (ইসলামিক স্টাডিজ বিভাগ), সমরেন্দ্র নাথ দাস (সঙ্গীত বিভাগ), রাহাত ইসলাম হৃদয়, তানভীন নাফিসা মীম (নাট্যকলা বিভাগ), মো. ইকবাল হোসেন (ফারসি ভাষা ও সাতিহ্য বিভাগ), অলিভা আক্তার (সংস্কৃত বিভাগ) ও রাবেয়া আক্তার (উর্দু বিভাগ)।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং একটি করে পদক, ক্রেস্ট, সনদপত্র ও ৫ হাজার টাকা প্রদান করা হয়। আরবী বিভাগের সভাপতি প্রফেসর মো. নিজাম উদ্দীন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া ও উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম। এতে সভাপতিত্ব করেন কলা অনুষদের অধিকর্তা প্রফেসর মো. ফজলুল হক।

Loading