স্বরচিত কবিতা ঃ

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ , অক্টোবর ২৩, ২০২১

আজকের খেয়াল
সামছুদ্দোহা ফরিদ
মানুষের গোটা মিলন মেলা
আগের মত আড্ডা আর জমে না
আত্মীয় স্বজনের সমাবেশ
জমে আর আগের মত উঠে না।
দূরত্ব কমেছে পৃথিবীর
মনের দূরত্ব হয়েছ বহু দূর।
অচেনা হয়েছে চেনা
চেনা হয়েছে অজানা
ছোট হয়েছে পৃথিবীর
দূরত্ব কমেছে সব কিছুর।
বের হচ্ছে জগতের রহস্য
এক নিমিষেই সব জানা
বিমান নয়, রকেট নয়
উড়ছে মানুষ নেটের ডানায়।
মানুষের মনের খেয়াল
জমেছে আজ প্রাইভেট খেলায়
বাহক আর দূত হারিয়েছে হাওয়ায়।
পাপ মুক্ত আকাশ ভরিয়েছে পাপাচার
মানুষের নৈতিকতায় নেমেছে অবিচার
যে যাহার মত নিজ মতে চলে
ধর্ম কে দায়ী করে সাজে সাধু কলে বলে।
অলপ বিদ্যায় জানি মোরা ভয়ংকরী
অঘটন ঘটিয়ে সাজে ওরা জাতির কান্ডারী
শান্তির পথে না গিয়ে যারা অশান্তির পথে চলে
ওরা জাতির ইবলিস ভ্রান্ত কথা বলে।
রক্ত ঝরিয়ে দাংগা বাধিয়ে যারা নেয় মজা
ওরা আসলে মানুষ নয়, ওরা হারামজাদা
অযাচিত কর্মের বলে কুলষিত করলে মন
যার কর্মের ফল ভোগবে তুমি এখন তখন অনুক্ষণ।

 

Loading