টাঙ্গাইলে নিরাপদ সড়ক দিবস পালিত

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ , অক্টোবর ২২, ২০২১
মেহেদী হাসান চৌধুরী টাঙ্গাইল:
গতিসীমা মেনে চলি সড়ক দূর্ঘটনা রোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতীতেও জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার ( ২২ অক্টোবর ) এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উদ্যোগে রেলি,  আলোচনা সভা ও  দুর্ঘটনারোধে যানবাহনের চালকদের মাঝে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই সকাল ১১ টায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের  এলেঙ্গা পুলিশ বক্স থেকে একটি বর্ণাঢ্য রেলি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে এসে শেষ হয়।  রেলিতে এলেঙ্গা হাইওয়ে ও জেলা ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।  পরে বাসস্ট্যান্ড চত্বরে এক সংক্ষিপ্ত    আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এলেঙ্গা হাইওয়ে কমিউনিটি  পুলিশের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুসার সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায়  বক্তব্য রাখেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)  ইয়াসির আরাফাত, প্রমুখ
আলোচনা সভা শেষে যানবাহনের চালকদের মাঝে  সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

Loading