প্রসংগঃ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি —

প্রকাশিত: ৮:৩০ পূর্বাহ্ণ , অক্টোবর ১৩, ২০২১
  1. গ্যাস থেকে বঞ্চিত মানুষ গ্যাস সিলিন্ডারের বিড়ম্বনায় দিন কাটাচ্ছেন।আগে খাদ্য না আগুন, এমন ভাবনায় দ্বান্দ্বিক ক্ষণে মন নিপীড়নে মানুষ। সীমাহীন দ্রব্য মূল্যের সাথে এমনিতেই সাধারণ মানুষ খাচ্ছে হিমশিম তার ও উপর আগুন, আগুন হয়ে বাড়িয়েছে দারিদ্রের জ্বালা। চুলা জ্বালানো এখন কঠিন কাজ। চা পাঁচ টাকা থেকে দশ টাকা কারণ চা, চিনি ও আগুনের বাড়ন্ত দাম। এভাবে সব কিছুতেই লাগাতার বর্ধিঞ্চু দাম। তেমনিভাবে সিলিন্ডার গ্যাসের দাম বাড়ার কারণ যদি হয়েই থাকে, এত উর্ধ্বগতির কারণ বুঝি না। বুঝি না তো অনেক কিছুই। গ্যাসের সংযোগ স্থগিত হওয়ার পূর্বে যারা দুই বার ডিমান্ড নোটের মাধ্যমে টাকা জমা দিয়েছিল তাদের টাকা ফিরৎ তো দূরের কথা কোন ব্যবস্থা বা আশার কথা ও বলা হয়নি। জন সাধারণের চাপা কষ্ট হয়ত কারো কাছে পৌঁছে না। আশায় বুক বেঁধে প্রতিবাদের ভাষাও তারা হারিয়ে ফেলেছে। কিন্তু হৃদয়বান, বিবেকবান মানুষ তো আর এখনো শূন্য হয়নি। এমনাবস্থায় আবেদিত ব্যক্তিদের গ্যাস সংযোগ যুক্তিযুক্ত বলে ভূক্তভোগীরা মনে করেন। আজ পিয়াজের মূল্য আবারো পূর্বের অবস্থানে চলেছে। এটাকে এড়িয়ে গেলে কিছুটা স্বাদের ব্যত্যয় ঘটে। কিন্তু আগুন? এটার উওর নিশ্চয় বিজ্ঞ জনের বুঝতে বাকি নাই। গ্যাসের চরম অসংগতি ঊর্ধ্বগতি ভুক্তভোগী কে ভাবিয়ে তুলেছে। আমরা এ ধরণের অবস্তুর যন্ত্রণা হতে লাঘব তথা মুক্তি চাই। মৌলক অধিকারের সাথে জড়িত খাদ্যের এ উপাদান টি সহজ লভ্যে পাওয়ার সহজ করতে যথাযথ কর্তৃপক্ষের ভরসা ও প্রত্যাশা জনগণের প্রাণের আকুতি।

Loading