নেত্রকোণায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থীদের স্পেশাল অলিম্পিক প্রশিক্ষণ —

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ , সেপ্টেম্বর ১৯, ২০২১

নেত্রকোণায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকদের নিয়ে স্পেশাল অলিম্পিক বাংলাদেশের আয়োজনে নেত্রকোণা দত্ত উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রশিক্ষণ ও সেমিনার অনুষ্ঠিত হয়।

শনিবার (১৮সেপ্টেম্বর)সকাল ১১টা থেকে আরম্ভ হয় এ অনুষ্ঠান। এতে কামরুন্নেছা আশরাফ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কামরুন্নেছা আশরাফ দীনার সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া প্রশিক্ষণ ও কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্পেশাল অলিম্পিক বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ফারুকুল ইসলাম, স্পেশাল এডুকেশন স্পেশালিস্ট ও ন্যাশনাল কোচ ড.মারুফ আহমেদ মৃদুল, প্রেসক্লাব সম্পাদক এম মোখলেছুর রহমান খান, দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম শাহজাহান কবির সাজু ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর সেন প্রমুখ।

Loading