রামগড়ে মাছের পোনা অবমুক্ত ও বিতরন

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ , সেপ্টেম্বর ১৪, ২০২১

খাগড়াছড়ি জেলার রামগড়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর ) সকাল এগারটায় রামগড় উপজেলা মৎস অফিসের আয়োজনে উপজেলা পরিষদের লেকে আনুষ্ঠানিক ভাবে মাছের পোনা অবমুক্ত করেন রামগড় উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক।একইসাথে স্থানীয় সরকারী,বেসরকারী,সমবায় সমিতি, ব্যাক্তি মালিকানা ও খাস জলাশয়, পুকুর, ডোবায় অবমুক্ত করার জন্য পোনা বিতরণ করেন তিনি। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)ও সহকারী কমিশনার( ভূমি) উম্মে হাবিবা মজুমদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,উপজেলা (সংরক্ষিত) মহিলা সদস্য কনিকা বড়ুয়া,২নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা,উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহম্মদ ,রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান আনজুম, আনসার ভিডিপি কর্মকর্তা আবুল কালাম,মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস,স্থানীয় সাংবাদিক, সিআইজি সমিতির সভাপতি, সম্পাদক ও মৎস্য চাষিগণ উপস্থিত ছিলেন।
রামগড় উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাশ জানান,মাছের উৎপাদন বাড়াতে রাজস্ব খাতে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচীর আওতায় রামগড় উপজেলার ৩৬টি পুকুরে পোনামাছ অবমুক্ত করার কার্যক্রম শুরু হয়েছে।

Loading