সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ , সেপ্টেম্বর ১৪, ২০২১

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপব্রেকিং ইয়ার্ডে অক্সিজেন সিলিন্ডার বিষ্ফোরনের ঘটনা ঘটেছে। এঘটনায় এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাঁশবাড়িয়া আকিলপুর সাগর উপকূলে অবস্থিত মাদার স্টীল শিপব্রেকিং ইয়ার্ডে জাহাজের কিছু স্ক্র্যাপ মালামাল কিনতে যান মোঃ আলী(৪৭) নামের এক ব্যবসায়ী। এসময় তিনি স্ক্র্যাপ মালামাল দেখার সময় হঠাৎ করে উপর থেকে একটি অক্সিজেন সিলিন্ডার বতল তার পাশে পড়লে সেটি বিস্ফোরন হয়।এতে করে তিনি ঘটনাস্থলেই মারাত্বক দগ্ধ হলে ইয়ার্ড কর্তৃপক্ষ তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়। নিহত ব্যবসায়ী মোঃ আলী কুমিরা ইউনিয়নের কাজী পাড়া গ্রামের জানে আলমের ছেলে। এবিষয়ে সীতাকু- মডেল থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন,উপজেলার বাঁশবাড়িয়া সাগর উপকূলে অবস্থিত মাদার স্টীল শিপব্রেকিং ইয়ার্ডের কিছু স্ক্র্যাপ মামালাম কিনতে যান ব্যবসায়ী মোঃ আলী। এতে একটি অক্সিজেন সিলিন্ডারের বতল বিস্ফোরন হলে তিনি দগ্ধ হন। কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

Loading