রাস্তায় অনিয়ম,জ্যামের মাঝেও হর্ণের বিড়ম্বনা

প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ , সেপ্টেম্বর ২, ২০২১

হাইড্রলিক হর্ণ বলে কথা। তালকানা না করলে কি চলে? কানে জ্বালা না ধরিয়ে হর্ণ না দিলে কি হয়? যান্ত্রিকতায় যে আমরা শক্তিশালী তার বুঝি এ নমূনা।স্কুল, কলেজ,হাসপাতাল, মসজিদ, মাদরাসার আশে পাশে হর্ণ বাঁজাবেন না। এমন বাক্য কোন কোন স্থানে থাকলেও তার মানা কি জরুরত? কাগজে সাইন বোর্ডে সে তো নিজেই নীরব হয়ে আছে। প্রবীনদের নীতি বাক্যের মত সব কিছুই যেন লিখিত বাক্য বাক রুব্ধ হয়ে গিয়েছে। কে কার কথা শুনে? সবাই বিজ্ঞ। আইন বিধিকে নিজের মত করে ব্যবহার বৈ কিছুই নয়। মানুষের নৈতিকতা নির্বাসনে আর চাপার জোর আছে বলেই বাঙালি। ট্রাফিক আইন মানুষ মানতে চায় না। আর এ অনিয়মের হাত ধরে আরো অন্যায় যাকে বলে পীঠ বাঁচনো, পেট ভরানো। রাস্তার জেব্রা, ওভার ব্রিজ আর ট্রাফিক সিগন্যালের নিয়ম সব কিছুই যেন মানুষের মন মর্জির কাছে। বিভাগীয় সড়ক গুলো ছাড়া অন্যান্য সড়ক গুলো ওয়ান ওয়ে নয় ফলে রাস্তার দুর্ঘটণায় মানুষের জীবন অনিশ্চিত। আর অন্যদিকে লাইসেন্স বিহীন, প্রশিক্ষণ হীন নেশাগ্রস্থ চালকদের রাস্তায় রাজ তো আছেই। এমনাবস্থায় আইনের শাসন কার্যকরীর মাধ্যমে সড়ক ও যোগাযোগ শাসন নীতির প্রয়োগে সড়ক ব্যবস্থা সমুন্নতের প্রয়োজন জনগণ মনে করেন।

Loading