আগে বেঁচে থাকি…..

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ , জুন ১৯, ২০২০

কিছু কিছু বিষয়ে জুড়িদার বা সহযাত্রী পেলে মানুষের মনোবল বাড়ে।বিশেষ করে নতুন কিছুর মুখোমুখি হলে।তেমন একটি ব্যাপারে এক বড়ভাইকে বললাম,আপনি এপ্লাই করছেন না?তিনি আমাকে বললেন,ফালাই থুন মিয়া।আগে বাইচ্চা লই।উনার কথা শুনে সেদিন আমার বেশ হাসিই পেয়েছিল।সেটি ছিল তিন মাস আগের কথা।ভাবতে আমার অবাক লাগছে ভদ্রলোকের কথাটিই তখন সঠিক ছিল।আমিই বরঞ্চ ভুলের উপর দাঁড়িয়ে ছিলাম।আমাদের দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আরো দুই তিন বছর থাকতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে।এক অনুজ সাংবাদিক সেদিন আমাকে বলল,আগামী দিনগুলোতে আমাদেরকে করোনার সাথে বসবাস করতে হবে।ভেবে নেন বাংলাদেশের সবারই করোনা হবে।হয়তো ভবিষৎতে তার কথাই সত্যি হবে।কোন না কোনভাবে আমরা সবাই আক্রান্ত হবো।কেউ আগে,কেউবা পরে।কেউ হয়তো আক্রান্ত হয়ে সুস্থ হয়ে গেছেন কোন পরীক্ষা-নিরীক্ষা ছাড়ায়।যাদের মনোবল শক্ত তারা উৎরে যাবেন।যারা দুর্বল চিত্তের মানুষ তাদের জন্যে এ ক’বছর বেঁচে থাকাটায় দায় হবে।
তাই এই সময়টাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল টিকে থাকাটা,বেঁচে থাকাটা।সবাই সুস্থ ও নিরাপদ থাকুন।
বিশিষ্ট সমাজসেবক আলহাজ ফরিদ মাহমুদ এর ফেসবুক থেকে নেয়া

Loading