বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

‘বাংলাদেশ সফর থেকে শিক্ষা নেবে অস্ট্রেলিয়া’

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ , আগস্ট ৯, ২০২১

বাংলাদেশে এসে বিধ্বস্ত অস্ট্রেলিয়া। ক্রিকেটের পরাশক্তি এই দলটার এমন অবস্থা করে ছাড়বে টাইগাররা সেটা হয়তো কেউ ভাবেনি। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথমবার দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এসে অসহায় আত্নসমর্পন করতে হলো তাদের।

১০ দিনের সফরে এক সপ্তায় ৫টি ম্যাচ খেলেছে দু’দল। বাংলাদেশের কন্ডিশনে শুরু থেকেই দারুণভাবে ভুগতে হয়েছে সফরকারীদের।

টানা তিন ম্যাচ হেরে সিরিজ হার, চতুর্থ ম্যাচে জয় পেলেও পঞ্চম ম্যাচে ৬২ রানে অল-আউট হয়ে নিজেদের ইতিহাসে সর্বনিন্ম রানের রেকর্ড করে।

এমন হারের পর অজি অধিনায়ক জানিয়েছেন, এই সিরিজে অস্ট্রেলিয়ার জন্য ইতিবাচক দিক খোজা কঠিন। এই সফর থেকে শিক্ষা নিতে চায় সফরকারীরা।

“সত্যি বলতে এই সিরিজ থেকে ইতিবাচক কিছু খোজা আমাদের জন্য কঠিন। এই সফর আমাদের জন্য শিক্ষার, এখান থেকে শেখার আছে অনেক কিছু। আমি বেশ কয়েক বছর ধরে ক্রিকেট খেলছি তবে এমন কিছুর মুখোমুখি হইনি। আমরা উইন্ডিজ সফরে দারুণ কিছু ম্যাচ খেলেছি। তবে এখান যা হয়েছে সেটা সত্যিই হতাশার।”

৪-১ ব্যবধানে সিরিজ হারলেও অজি অধিনায়ক ভুলে যাননি বাংলাদেশকে কৃতিত্ব দিতে।

“আমরা যা পারিনি সেটা বাংলাদেশ পেরেছে। এর জন্য তাদের কৃতিত্ব দিতেই হয়। ওদের স্পিনাররা দুর্দান্ত। শেষ দিকে আমরা কিছুটা বুঝতে পেরেছি এখানে কি করতে হবে। কিন্তু সেটা অনেক দেরি হয়ে গেছে।”

Loading