রেলমন্ত্রীকে চিঠি নাগরিক সমাজ

সিআরবি রক্ষা আন্দোলনে ঐক্যমতে কাজ করবে আইআইবি

প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ , আগস্ট ৮, ২০২১

সিআরবি রক্ষা বিষয় জানিয়ে নাগরিক সমাজ চট্টগ্রাম’র আহ্বায়ক প্রফেসর ড. অনুপম সেন সদস্য সচিব এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী (বাবুল) স্বাক্ষরিত চিঠি ৬ অক্টোবর মেইল করেছেন রেলমন্ত্রী বরাবর।এদিকে বিগত ২৪ দিন ধরে চট্টগ্রাম সিআরবি সাতরাস্তা মোড়ে সিআরবি রক্ষা আন্দোলন চলছে। বিভিন্ন সংগঠন প্রতিদিনই মানববন্ধন, মিছিল মিটিং, অনশন করে যাচ্ছে। এমনকি কাফনের সাদা কাপড় জড়িয়ে লাশের সমাহিত ভাবেও প্রতিবাদ করে যাচ্ছে। এখানে হাসপাতাল নয় ফুসফুসকে বাঁচাতে হবে।বিভিন্ন স্লোগানে সিআরবি এখন উত্তাল।ঠিক একই ভাবে সম্মতি প্রকাশ করে যৌথ সভায় বসলেন ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশ চট্টগ্রাম (আইআইবি)। শনিবার নাগরিক সমাজ চট্টগ্রাম’র সাথে যৌথ সভা আহ্বায়ক প্রফেসর ড. অনুপম সেন বলেন চট্টগ্রামে আর খেলার মাঠ নেই,বিনোদনের জায়গা নেই, নিঃশ্বাস নেবো যে সেই অক্সিজেন আর নেই। কালের বিবর্তনে সব ইট-পাথরের বড় বড় প্রাচ্যর দেয়াল তৈরি হয়ে গেছে। এই দেয়াল থেকে বেরিয়ে আসতে হবে। নাগরিক সমাজ’র সদস্য সচিব এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী (বাবুল) বলেন দলমত উর্ধ্বে সিআরবিকে বাঁচাতে হবে। আপামর চট্টগ্রাম বাসী কখনোই তা মেনে নিবেনা। হাসপাতাল চাই তবে সিআরবিতে নয় শহরের অন্য কোনো জায়গায় করলে তাতে আমাদের কোনো আপত্তি থাকবেনা। আইআইবি চেয়ারম্যান প্রবির সেন বলেন সিআরবি হচ্ছে চট্টগ্রামের ইতিহাস এবং হেরিটেজ জোন এটাকে ধ্বংস হতে দেওয়া যাবেনা। আমাদের প্রকৌশলী সংগঠন নাগরিক সমাজ চট্টগ্রাম’র সাথে আছে এবং থাকবে। যৌথ মতবিনিময়ে বক্তব্য রাখেন নাগরিক সমাজ চট্টগ্রাম’র কো- আহ্বায়ক ডা. সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোঃ ইউনুচ, একুশে পদক প্রাপ্ত ইকবাল হায়দার, মোঃ মফিজুর রহমান, প্রকৌশলী হারুন-অর-রশিদ, প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রকৌশলী শাহিদ উল্লাহ, এডভোকেট জিয়া উদ্দিন, সাইফুল ইসলাম বাবু, বিএফইউজে- যুগ্ন- মহাসচিব কাজী মহসিন চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফরিদ চৌধুরী, সাংবাদিক শুকলাল দারস, তানভীর হোসেন, এডভোকেট রাসেদুল আলম,স্বপন মজুমদার। মতবিনিময় সময় প্রথমে চবি’র শিক্ষক মরহুম প্রফেসর ড. গাজী সালাউদ্দিন’র স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করা হয়।।।

Loading