শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালন নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ , আগস্ট ৫, ২০২১ ফেনী প্রতিনিধি ফেনীতে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী। আজ বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রশাসন, আওয়ামীলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন শ্রদ্ধা জানায়। সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ চত্ত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সাংসদ নিজাম উদ্দিন হাজারী ও জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। এরপর একেএকে জেলা পুলিশ, ফেনী পৌরসভা, জেলা ক্রীড়া সংস্থা, আবাহনী ক্রীড়া চক্র, পল্লী বিদ্যুৎ সমিতি, সড়ক বিভাগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, তথ্য অফিস, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এদিকে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে গাছের চারা বিতরণ করেন সাংসদ নিজাম উদ্দিন হাজারী। এসময় জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান ছাড়াও পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী, সিভিল সার্জন ডা: রফিক উল ছালেহীন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, জেলা আওয়ামীলীগ সভাপতি পিপি হাফেজ আহম্মদ, পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার সহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাদ যোহর জেলার সকল মসজিদ, মন্দির, গীর্জা ,ধর্মীয় উপাসনালয়ে কোরআন খতম, দোয়া মাহফিলের আয়োজন ও বেলা তিনটায় ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেয়ার ফেনীবিষয়: