বঙ্গমাতার জন্মদিনে দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ , আগস্ট ৮, ২০২১

ফেনী প্রতিনিধি

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় ফেনী জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান , উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গোলাম জাকারিয়া বেগম ফজিলাতুন্নেসা মুজিব পদক ২০২১ চালুর মধ্যে দিয়ে দেশের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবদানের জন্য এই পদক চালু করা হয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে।

এবারের প্রতিপাদ্য বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী। সারাদেশে নারীদের ২০০০ টাকা নগদে ও ৪০০০ দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।এর আগে ভার্চুয়াল আলোচনা উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বক্তব্য রাখেন ড. সৈয়দ আনোয়ার হোসেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব। এর সাথে যুক্ত হন সারাদেশে জেলা প্রশাসন। এ পর্যায়ে ফেনীতেও ১৫ জন নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

Loading