CT4E নেত্রকোণা জেলা শিক্ষা এম্বাসেডর নির্বাচিত হয়েছেন মো: সাখাওয়াত হোসেন শামীম তালুকদার শামীম তালুকদার বিশেষ প্রতিনিধি প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ , জুলাই ২৪, ২০২১ নেত্রকোণা জেলা শিক্ষা এম্বাসেডর নির্বাচিত হয়েছেন মো: সাখাওয়াত হোসেন। তিনি মোক্তাল হোসেন উচ্চ বিদ্যালয় চল্লিশা, নেত্রকোণার এর সহকারী শিক্ষক।তিনি নেত্রকোণা জেলা শিক্ষা এম্বাসেডর হিসাবে নির্বাচিত হওয়ায় a2i কর্মকর্তা অভিজিত সাহা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল গুফুর, সদর উপজেলা মধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বাতেন, মোক্তাল হোসেন উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক আব্দুর রহমানকে কৃতজ্ঞতা জানিয়েছেন।তিনি একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে আগামী দিনে a2i এর সাথে থেকে শিক্ষায় আইসিটির ব্যবহার বৃদ্ধির মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে সবার সহযোগিতা কামনা করেন। শেয়ার সারা দেশবিষয়: